উত্তর: সরফে যেন দুর্বলতা না থাকে এজন্য বছরের শুরু থেকেই ميزان الصرف والمنشعب পড়ানো হয়। ফলে মাদানী নেসাব প্রথম বর্ষ পড়লে যে আরবি যোগ্যতা অর্জন হয় একজন ছাত্রের, এর চেয়ে অনেক বেশি যোগ্যতা অর্জন হয় আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের।
উত্তর: মূলত মাদানী নেসাবের গুরুত্বপূর্ণ কিতাব যেমন প্রথম বর্ষের এসো আরবী শিখি ও আত তামরীনুল কিতাবী পড়ানো হয়। পাশাপাশি আরবিতে যাতে একজন ছাত্র পারদর্শী হয় এবং আরবদের ন্যায় কথা বলতে পারে সেজন্য নিজস্ব প্রণীত শিট রয়েছে।