যতটুকু সাহায্য করবেন; ততটুকু কাল পাবেন!

19 May, 2025
Sadik Farhan Sadik Farhan
যতটুকু সাহায্য করবেন; ততটুকু কাল পাবেন!

 

দুর্যোগকালীন সাদাকাহ কেবল সম্পদ দ্বারাই করা যায়, এমন নয়। বরং যার যতটুকু সাধ্য ও শক্তি, তা নিয়েই বিপদাপন্ন মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। আবদুল্লাহ ইবনে উমর রাদি. বলেছেন: 

مَنْ كانَ له مالٌ، فليتصدَّق من ماله، ومن كان له قوَّةٌ، فليتصدَّق من قوَّته، ومن كان له عِلْمٌ، فليتصدَّق من عِلْمِه
‘যার সম্পদ আছে সে সম্পদ দিয়ে সাদাকাহ করবে, যার শক্তি আছে সে শক্তি দিয়ে সাদাকাহ করবে, যার বুদ্ধি আছে সে পরিকল্পনা দিয়ে সাদাকাহ করবে’। 

- আল-জামিউল কাবির ২/৮২৭ 

সুতরাং টাকা নেই বলে বানভাসী মানুষের পাশে দাঁড়ানো যাবে না, এমনটা ভাববেন না। প্রচুর স্বেচ্ছাসেবক দরকার। নাম লেখান, কাজে নামুন। যার টাকা আছে টাকা দিন, যার নেই সে ফিল্ডে শক্তি ব্যয় করুন। যার কোনোটারই সুযোগ নেই, তিনি বুদ্ধি কাজে লাগান। লিখুন। কীভাবে এই সমস্যার ইমিডিয়েট এবং পার্মানেন্ট সমাধান করা যায়, সে ব্যাপারে ভাবনা ও পরিকল্পনা শেয়ার করুন।

ব্লগ তালিকায় ফিরে যান