নোটিশ বিস্তারিত

জুলাই মাসের মাসিক ছুটি

17 July, 2024

আসসালামু আলাইকুম,

এ মর্মে উম্মুল কুরা একাডেমির মাদরাসা শাখার সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ১৬/০৭/২০২৪, রোজ মঙ্গলবার দুপুর ১২ থেকে ১৯/০৭/২৪ রোজ শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত মাসিক ছুটি দেয়া হলো। আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থী উল্লিখিত শুক্রবার সন্ধ্যার আগে মাদরাসায় উপস্থিত হতে হবে। অন্যধায় ছুটি-খোলা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে।