নোটিশ বিস্তারিত
অর্ধবার্ষিক পরিক্ষার নোটিশ
27 August, 2024
এতদ্বারা উম্মুল কুরা একাডেমির মাদরাসা শাখার (বালক-বালিকা) সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭/০৯/২৪ থেকে ব্যাসিক ও জেনারেলের অর্ধবার্ষিক পরিক্ষা শুরু হবে। অতএব বালক-বালিকা বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে ৩০০ ও ২০০ হারে পরিক্ষার ফি ও সকল ও প্রদেয় আগামী ০৫/০৯/২৪ তারিখের মধ্যে পরিশোধ করে প্রবেশপথ নিতে বলা হচ্ছে।
বি.দ্র. আগামী ০৫/০৯/২৪ রুটিন দেয়া হবে।