নোটিশ বিস্তারিত

বাৎসরিক ও মিডটার্ম পরিক্ষার নোটিশ

18 December, 2024

আসসালামু আলাইকুম,

মাদরাসা শাখার সকল ছাত্রের অবগতির জন‌্য জানানো যাচ্ছে যে, আগামী ২১, ২২ ও ২৩ তারিখ হিফজ ও প্রি-হিফজের জেনারেল সাবজেক্টের ফাইনাল পরিক্ষা অনুষ্ঠিত হবে। এবং কিতাব বিভাগের সকল সাবজেক্টের মিডটার্ম পরিক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ‌্য বর্তমান ফাইনাল পরিক্ষায় কোন ফি নেয়া হচ্ছে না। পরিক্ষার ফি ব‌্যাসিক তথা কুরআন-হাদিস পরিক্ষার সময় একসাথে সমন্বয় করা হবে। 

তবে সকল প্রকার বকেয়া দিয়ে পরিক্ষায় অংশ নেয়ার জন‌্য অনুরোধ জানানো হচ্ছে।