নোটিশ বিস্তারিত
বাৎসরিক ছুটির নোর্টিশ
13 February, 2025
উম্মুল কুরা একাডেমি
(মাদরাসা শাখা)
০১৯০৬-৪৯০৯১২ ০১৯২৩-৮৭১০৫৩
ছুটি সংক্রান্ত নোটিশ
এতদ্বারা, মাদরাসা শাখার হিফজ, প্রি-হিফজ ও কিতাব বিভাগের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৩/০২/২৪ থেকে ২১/০২/২০২৫ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪-২৫ শিক্ষাবর্ষের ছুটি থাকবে।
সকল শিক্ষার্থীকে ছুটি শেষে নির্ধারিত সময়ে মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য বলা যাচ্ছে। অন্যথায় মাদরাসায় বিদ্যমান আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।
বি.দ্র. আফটার স্কুল মাকতাব যথারীতি চালু থাকবে।
এডমিন প্রিন্সিপাল
মুজাহিদুল ইসলাম মুফতি নাজমুস সায়াদাত